ওয়ানডেতে সাকিবের ছয় হাজার রান

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ২১:২০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। সোমবার বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করতে নেমে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। এই ম্যাচে মাঠে নামার আগে ছয় হাজার রান থেকে ২৩ রান দূরে ছিলেন সাকিব। ওশানে থমাসের করা ইনিংসের ১৫তম ওভারের পঞ্চম বলটি থার্ডম্যানে পাঠিয়ে দিয়ে প্রান্ত বদল করে ছয় হাজারি ক্লাবে পা রাখেন সাকিব। ক্যারিয়ারের ২০২তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমে সাকিব এই কৃতিত্ব অর্জন করলেন।

সাকিবের আগে বাংলাদেশের হয়ে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব। বাংলাদেশের প্রথম তিন ম্যাচে ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরি করেছেন তিনি।

চলতি বিশ্বকাপেই ওয়ানডে ফরম্যাটে নিজের ২৫০তম উইকেট শিকার করেন সাকিব। তাই ওয়ানডে ক্রিকেটে দ্রুত ৫০০০ রান করার পাশাপাশি ২৫০ উইকেট নেয়ার বিশ্বরেকর্ড করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিন তিনি খেলেছিলেন ১৯৯তম ম্যাচ।

(ঢাকাটাইমস/১৭ জুন/এসইউএল)