ফাজিল ও কামিল পরীক্ষার ফল প্রকাশ

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ২১:৫২

ইসলামী বিশ্ববিদ্যায়ের (ইবি) অধীন ফাজিল (স্নাতক) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ ও ফাজিল (স্নাতক) ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এবং কামিল (স্নাতকোত্তর ২য় বর্ষ অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এর ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এ কে আজাদ লাবলু।

পরীক্ষা নিয়ন্ত্রক সূত্রে জানা যায়, ফাজিল (স্নাতক) ২য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষা-২০১৬ এ মোট চার হাজার ৬৫৬ শিক্ষার্থীর মধ্যে চার হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে তিন হাজার ৭২২ শিক্ষার্থী পাস করেছে। পাসকৃত শিক্ষার্থীদের দুই হাজার ৫৫১ জন ছাত্র এবং ১ হাজার ১৭১ জন ছাত্রী। পাসের হার ৮৪.১৯ শতাংশ। এছাড়া ফাজিল (স্নাতক) ৩য় বর্ষ পরীক্ষা-২০১৭ এ মোট ৪৫ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মধ্যে ৪৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাস করেছে ৪৪ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী। পাসকৃত শিক্ষার্থীর ২৯ হাজার ৬১৮ জন ছাত্র এবং ১৪ হাজার ৮১৭ জন ছাত্রী রয়েছে। পাসের হার ৯৮.১০ শতাংশ।

এদিকে কামিল স্নাতকোত্তর (অনিয়মিত) ২য় পর্ব পরীক্ষায় মোট ৯৯৫ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫৪ জন শিক্ষার্থী। পাস করেছে ৮৫১ জন। পাসকৃত শিক্ষার্থীর মধ্যে ৫৩৫ জন ছাত্র এবং ৩১৬ জন ছাত্রী। পাসের হার ৮৯.২০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আকবর হোসেন, অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মেহের আলী, দায়িত্বপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আলী হাসানসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :