ভোলার হাসপাতালে তিন দালাল আটক

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ জুন ২০১৯, ২১:৫৮

ভোলা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়া, রোগীর প্রেসক্রিপশন নিয়ে যাওয়া, হাসপাতালে আসা আগত রোগীকে হয়রানি করাসহ নানা অভিযোগে ভোলা সদর হাসপাতাল থেকে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার বিকালে জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম এদের আটক করে। আটকরা হলেন- শহরের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ আরিফ হোসেন ও কাউসার হোসেন, হাসপাতাল এলাকার ওষুধ ব্যবসায়ী আরিফ। পরে প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

ভোলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজুল হক জানান, দীর্ঘদিন ধরে ভোলা সদর হাসপাতালে একটি দালালচক্র চিকিৎসা নিতে আসা রোগীদের কৌশলে প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নিয়ে যায়। এমন সংবাদে ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জেলা স্বাস্থ্য বিভাগকে এ ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ভোলা সদর হাসপাতাল থেকে দালাল নির্মূল কার্যক্রম শুরু হয়। আটকরা দীর্ঘদিন ধরে হাসপাতালের দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছে।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :