জীবনসংগ্রামী জেসমিনের পাশে মুন্সীগঞ্জের ডিসি

প্রকাশ | ১৭ জুন ২০১৯, ২৩:২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মুন্সীগঞ্জ সদর উপজেলায় চিতলিয়ার রজতরেখা নদীতে ট্রলার চালিয়ে দীর্ঘদিন যাবত জীবিকা নির্বাহ করে আসছিলেন দৃষ্টিপ্রতিবন্ধী নারী জেসমিন। মৃত স্বামীর স্মৃতি বুকে আগলে রেখে যাওয়া দুই মেয়ের ভরণপোষণের দায়িত্ব নিজের কাঁধে নেন তিনি। প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চিতলিয়া বাজার খেয়াঘাট ও বকচর ঘাটে যাত্রী পারাপার করতেন তিনি। 

জীবনসংগ্রামী এই নারী পাশে দাঁড়ালেন মুন্সীগঞ্জে জেলা প্রশাসক সায়লা ফারজানা। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনে জায়গার উপর নির্মিত একটি দোকান বরাদ্দ দেয়া হয়েছে তাকে।

সোমাবার বিকালে শহরের প্রধান বাজার এলাকায় দোকানটিতে উপস্থিত হয়ে জেসমিনকে দোকান হস্তান্তর করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।

জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, জেসমিনের বিষয়টি অনেক দিন আগে গনমাধ্যমে দেখেছিলাম, এরপর থেকেই তার জন্য কিছু করব বলে ভেবেছিলাম। দোকানটি তাকে দেয়া হয়েছে, সাথে বিভিন্ন পণ্য কিনে দেয়া হয়েছে যেন দোকান পরিচালনার মাধ্যমে সে জীবিকা নির্বাহ করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, শাহীন আমানউল্লাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)