বাংলাদেশের সেরা জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ০০:২৯

বাংলাদেশকে জয়ের জন্য ৩২২ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এত বড় স্কোরকেও একেবারে মামুলি টার্গেট বানিয়ে ফেলল টাইগাররা। সাকিব আল হাসান ও লিটন দাসের ব্যাটিং তাণ্ডবে ৫১ বল বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল মাশরাফি বিন মর্তুজার দল।

বিশ্বকাপে সোমবার টনটনে অনুষ্ঠিত ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ৩২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে তিন উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে ২০১৫ সালের বিশ্বকাপে নেলসনে স্কটল্যান্ডের দেয়া ৩১৯ রানের টার্গেট তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২১ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন শাই হোপ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেন এভিন লুইস। ২৬ বলে ৫০ রান করেন শিমরন হেটমায়ার। ১৫ বলে ৩৩ রান করেন জ্যাসন হোল্ডার। বাংলাদেশের বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান ৩টি, মোহাম্মদ সাইফউদ্দিন ৩টি ও সাকিব আল হাসান ২টি করে উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৯৯ বলে ১৬টি চারের সাহায্যে ১২৪ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটি তার নবম সেঞ্চুরি। তবে বিশ্বকাপে এটি তার টানা দ্বিতীয় সেঞ্চুরি এবং বিশ্বকাপে এটি তার সেরা ইনিংস। এর আগে গত ৮ জুন ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সাকিব। ১২১ রান করেছিলেন তিনি। অন্যদিকে, লিটন দাস ৬৯ বলে ৮টি চার ও চারটি ছক্কার সাহায্যে ৯৪ রান করে অপরাজিত থাকেন। বিশ্বকাপে লিটনের এটি অভিষেক ম্যাচ ছিল।

(ঢাকাটাইমস/১৮ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :