মাশরাফি-সাকিব-লিটনকে প্রধানমন্ত্রীর ফোন

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ০৯:৩১

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আর জয়ের নায়ক সাকিব ও লিটন দাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোনে দুর্দান্ত জয়ের জন্য তাদের অভিনন্দন জানান সরকারপ্রধান।

ক্রিকেটারদের অভিনন্দন জানানোর পাশাপাশি আগামীতে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রী শুভ কামনাও জানিয়েছেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে।

সোমবার টনটনের সমারসেট ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩২২ রানের টার্গেট সহজেই টপকায় বাংলাদেশ দল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরোচিত অপরাজিত ১২৪ রান এবং লিটন দাসের অপরাজিত ৯৪ রানের ওপর ভর করে ৫১ বল হাতে রেখেই ৭ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। আর বাংলাদেশের জয়ের পরই মাশরাফিদের ফোন করে অভিনন্দন জানান বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ভক্ত বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকাটাইমস/১৮জুন/এমআর