উপজেলা নির্বাচন

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ১৪:২০

গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী মো. ইজাদুর রহমান মিলন চৌধুরী ভোট বর্জন করেছেন।

মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। তিনি জানান, সকাল সাড়ে নয়টায় নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে যুবলীগ নেতাদের কেন্দ্র দখল করে থাকতে দেখেন তিনি। তাকে ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। পরে নিরাপত্তাহীনতায় তিনি পাশে চাচার বাড়িতে আশ্রয় নেন।

ইজাদুর রহমান আরও জানান, সব কেন্দ্র থেকে তার এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হচ্ছে। এজন্য তিনি নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচন দাবি করেন। জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন বলেন, কোথাও কোনো গোলযোগের খবর তিনি জানেন না। শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এজেন্ট বের করে দেওয়া বা তাদের মারধর করার বিষয়ে কেউ অভিযোগ করেনি।

ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :