টিকটকে নতুন সুরক্ষা ফিচার

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ১৪:৩১

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন সুরক্ষা ফিচার এলো টিকটকে। নিজের অ্যাকাউন্টের সম্পূর্ণ দখল নিতে সোমবার ‘ডিভাইস কন্ট্রোল' ফিচার চালু করেছে টিকটক। শুরুতে এই ফিচারটি ভারতের ব্যবহারকারীরা পাবেন। 

নতুন ফিচারের ফলে গ্রাহক সেশন শেষ করলে কোন ফোন থেকে নিজের অ্যাকাউন্ট শেষ করে ফেলতে পারবেন। এর ফলে আরও সুরক্ষিতভাবে ব্যবহার করা যাবে টিকটক। অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।

ভারতে ২০ কোটি টিকটক ব্যবহার করেন। সব গ্রাহককে সুরক্ষিত ভাবে এই অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে টিকটক।

নিজের সৃজনশীলতা গোটা বিশ্বের সামনে তুলে ধরার জন্য ইতিমধ্যেই অ্যাপের মধ্যে একাধিক শিক্ষামুলক কনটেন্ট তৈরি করেছে টিকটক।

ইতিমধ্যে টিকটকে যোগ হয়েছে বয়সের বাঁধন, রেস্ট্রিকটেড মোড। স্ক্রিন টাইম ম্যানেজমেন্টকমেন্ট ফিল্টার এর মতো একাধিক সুরক্ষা ফিচার।

(ঢাকাটাইমস/১৮জুন/এজেড)