বড় জয়ে কোপা মিশন শুরু চিলির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ১৭:২৩

খেতাব রক্ষার লড়াইয়ে দুরন্ত শুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের৷ অতিথি দেশ জাপানের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল গত দু’বারের বিজয়ী চিলি৷ বাংলাদেশ সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই ম্যাচে গোল পেয়েছেন দলের তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস স্যাঞ্চেজ৷ জোড়া গোল করেন দলের আরেক তারকা এডুয়ার্দো ভার্গাস৷ অপর গোলটি এরিক পালগারের৷ তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে গোল করতে পারেননি ভিদাল৷

তারুণ্যে ভরা দল নিয়ে আমন্ত্রিত দল হিসাবে কোপা খেলতে আসা জাপান টুর্নামেন্টে ফেভারিত না হলেও চিলিক কাছে পরিচিত প্রতিপক্ষ নয়৷ তাই এশিয়ার দেশটিকে নিয়ে শুরুতে একটু সতর্ক ছিল চিলি৷ তবে ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চিলির একতরফা দাপট চোখে পড়ে৷

ম্যাচে প্রথম গোল পেতে চিলিকে অপেক্ষা করতে হয় ৪১ মিনিট পর্যন্ত৷ আরাংগুইজের ক্রস থেকে জোরালো হেডারে জাপানের জালে প্রথমবার বল জড়ান পালগার৷ প্রথমার্ধের খেলা শেষ হয় চিলির অনুকূলে ১-০ গোলে৷ দ্বিতীয়ার্ধে তিনটি গোল করে চিলি, যার মধ্যে দু’টি আসে ভার্গাসের পা থেকে৷

৫৪ মিনিটে এসলার পাস থেকে নিজের প্রথম তথা দলের হয়ে দ্বিতীয় গোল করেন ভার্গাস৷ ৮২ মিনিটে স্যাঞ্চেজ গোল করে চিলিকে এগিয়ে দেন ৩-০ ব্যবধানে৷ তাঁকেও গোলের পাস বাড়ান আরাংগুইজ৷ এক মিনিটের মধ্যেই চিলি আবার বল জড়ায় জাপানের জালে৷ ৮৩ মিনিটের মাথায় স্যাঞ্চেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ভার্গাস৷

‘সি’ গ্রুপের অন্য ম্যাচে ইকুয়েডরকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে উরুগুয়ে৷ গোল পেয়েছেন দলের দুই তারকা সুয়ারেজ ও কাভানি৷ গ্রুপের পরের ম্যাচে সুয়ারেজরা খেলবে জাপানের বিরুদ্ধে৷ চিলি মুখোমুখি হবে ইকুয়েডরের৷

(ঢাকাটাইমস/১৮ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :