উয়েফার সাবেক প্রধান গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ১৭:২৯

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফার সাবেক কর্তা মিশেল প্লাতিনি। তাঁকে গ্রেপ্তার করেছে ফ্রান্সের পুলিশ। কাতারকে ২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, তার তদন্তের ভিত্তিতেই গ্রেপ্তার করা হলো সাবেক ফুটবল কর্তাকে।

নিজে কিংবদন্তি ফুটবলার। উয়েফার সাবেক কর্তাও বটে। তবে আর্থিক অনিয়মে অভিযুক্ত হওয়ায়, আপাতত ইউরোপীয় ফুটবল থেকে নির্বাসিত মিশেল প্লাতিনি।

একাধিক অভিযোগ সত্ত্বেও কাতারকে ২০২২ বিশ্বকাপের দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। পশ্চিম এশিয়ার এই দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ রয়েছে।

বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাইয়ে দেওয়ার জন্য প্লাতিনি আর্থিক দুর্নীতি করেছেন বলে অভিযোগ। বিশ্বকাপের আয়োজক দেশ বাছাইয়ের কিছু দিন আগেই ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খালিফা আল-থানির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন ৬৩ বছর বয়সী প্লাতিনি।

(ঢাকাটাইমস/১৮ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :