ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ১৮:৩০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহে হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তার নাম গণেশ।

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক এম. জি আযম এ রায় দেন।

আসামি গণেশ পলাতাক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৫ জুন বিকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারের হাবিবুর রহমানের একটি খাবারের দোকানে মাজেদুল ইসলাম নামে এক কর্মচারি কাজ করছিলেন। এ সময় আসামি গণেশ পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গণেশকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে মামলা তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন।

শুনানি শেষে বিচারক আসামি গণেশকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

নিহত মাজেদুল ইসলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আসামি গণেশ সদর উপজেলার লৌহজঙ্গা গ্রামের মৃত নরেন সরদারের ছেলে।

ঢাকাটাইমস/১৮জুন/ইএস