সুনামগঞ্জে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

প্রকাশ | ১৮ জুন ২০১৯, ১৯:০৯

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জে হাওর আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যা মামলার প্রধান আসামি মোল্লাাপাড়া ইউপি চেয়ারম্যান নূরুল হককে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে নূরুল হক আদালতে জামিন আবেদন করলে দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার সেটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১৪ মার্চ রাতে সুনামগঞ্জ পিটিআই সড়কের সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হন আজাদ মিয়া। ১৮মার্চ রাতে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নূরুল হককে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই আফরোজ রায়হান। পুলিশ ঘটনার পর তিনজনকে খুনের আলামতসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হত্যকাণ্ডের কথা স্বীকার করে জবানবন্দী দেন। এই মামলায় প্রধান আসামি নূরুল হক হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার নিম্ন আদালতে হাজিরা দিতে এলে আদালত তার জামিন নামঞ্জুর করে।

ঢাকাটাইমস/১৮জুন/ইএস