‘বিশ্বকাপ চলে, দেশের পতাকা উড়ে না কেন?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০১৯, ১৯:২৫

ফুটবল বিশ্বকাপ এলে বাড়ির ছাদ, গাছে ওড়ানো হয় বিদেশি পতাকা। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে দল বিশ্বকাপে খেললেও ওড়ানো হয় না দেশের পতাকা। পতাকা ওড়ানোর অনুমতি নিতে ইউএনওর কার্যালয়ে হাজির এক তরুণ। কান্না জড়িত কণ্ঠে ইউএনওকে বলেন, ‘স্যার আমাকে পতাকা ওড়ানোর অনুমতি দেন।’

ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গনির অফিসে। দেশের প্রতি ভালোবাসার নিদর্শন দেখানো ওই তরুণ গাড়াগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশানা করে। তার নাম শুভ ইসলাম পাপন।

ইউএনও উসমান গনি ঢাকাটাইমসকে বলেন, ‘হঠাৎ দুপুরে পতাকা হাতে আমার অফিসে হাজির হয় পাপন। আমাকে বলে স্যার আমি দেশের পতাকা ওড়াব। অনুমতি দেন। আমার বাবা বলেছে, পতাকা ওড়াতে প্রশাসনের অনুমতি লাগে। তাই আপনার অফিসে এসেছি।’

‘আমি পাপন কে বলি, তুমি নিয়ম মেনে পতাকা ওড়াতে পারবা। এসময় সে ভীষণ খুশি হয় এবং তার চোখ দিয়ে পানি বের হতে থাকে। কান্নাজড়িত কণ্ঠে জানতে চায়, ফুটবল বিশ্বকাপে পতাকা ওড়ানো হয় কিন্তু ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রতিনিধিত্ব করলেও কেন দেশের পতাকা ওড়ানো হয় না?’

ঢাকাটাইমস/১৮জুন/এসএস/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :