মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর চেয়ার‌ম্যান নির্বাচিত

মাদারীপুর প্র‌তি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ০৯:০৩

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান খান বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ৬১ হাজার ৭০৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল কৃষ্ণ দে পেয়েছেন ৫৩ হাজার ৫৬৪ ভোট।

গতকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোটগণনা শেষে ফলাফল প্রকাশ করেন মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আহজারুল ইসলাম।

নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম ভুইয়া (তালা) ৮৭ হাজার ৮৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাহিদুল ইসলাম (বই) পেয়েছেন ১১ হাজার ৩০৯ ভোট।

এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসা. নারগিস আক্তার (কলস) ৬৭ হাজার ১৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভীন জাহান (হাঁস) পেয়েছেন ৩৪ হাজার ৭১১ ভোট।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সদর উপজেলায় মোট ভোটার ছিলেন ২ লাখ ৬৬ হাজার ৫১৫ জন। তারা ১১৫টি কেন্দ্রের ৬৪৮টি কক্ষে ভোট দেন। এসব ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩৩৫ জন ও নারীর ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪২ ভাগ ভোটার।

ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :