মঠবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী রিয়াজ জয়ী

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:১৮ | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ০৯:৩৬

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন আহম্মেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত (টিয়া পাখি) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন জাহান (কলস) বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমানের ভাই ও উপজেলা আ.লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৪৭ হাজার ৬৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশারেফ সাকু পেয়েছেন ২১ হাজার ৩৯৮ ভোট। এছাড়া লাঙ্গল প্রতীকে নুরুজ্জামান লিটন পেয়েছেন ৫৬৫ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত (টিয়া পাখি) পেয়েছেন ৪৩ হাজার ৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল আহমেদ নওরোজ (চশমা) পেয়েছেন ২২ হাজার ৮৯৭ ভোট। আর রাহাত রেজা (তালা চাবি) প্রতীকে পেয়েছেন ১ হাজার ১২ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসরিন জাহান (কলস) পেয়েছেন ৪২ হাজার ৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদা আক্তার বেবী পেয়েছেন ২২ হাজার ৩৮ ভোট। অপর প্রার্থী প্রভা রানি শোভা (হাতুড়ি) পেয়েছেন ৩ হাজার ১১৯ ভোট।

উল্লেখ্য, মঠবাড়িয়া উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৭৮৫জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৯৫ হাজার ২৮৫ আর পুরুষ ভোটার ৯৪ হাজার ৫০০। নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিন জন করে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঢাকাটাইমস/১৯জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :