মোহাম্মদপুরে রাস্তার পাশে শতাধিক দোকান উচ্ছেদ

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ১৪:০০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুরে সড়কের ধারে বসানো অবৈধ শতাধিক দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মোহাম্মদপুর বাসস্টান্ড থেকে বেড়িবাঁধ তিন রাস্তার মোড় পর্যন্ত বসিলা রোড সড়ক দখল করে ফল, সবজি ও চায়ের দোকানগুলো গড়ে তোলা হয়েছিল।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে এই অভিযানটি চালানো হয়।

বুধবার বেলা ১২ টায় মোহাম্মদপুর বাসস্টান্ড এলাকা থেকে অভিযান শুরু হয়। শুরুতেই অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে ক্যাফে বাগদাদ নামে রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে মুসলিম সুইটস মিটকে আরো এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া রাস্তায় পাখির খাঁচা রেখে ব্যবসা করায় অশি পাখি হাউজকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান। বলেন, ‘আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এটা করেছি। আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল, তাই আমরা মানুষের চলাচলের স্বার্থে অভিযান করছি।'

ঢাকাটাইমস/১৯জুন/কারই/ডব্লিউবি