নারায়ণগঞ্জে আনোয়ার হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ১৭:০২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আনোয়ার হোসেন হত্যা মামলায় একমাত্র আসামি শ্যামল মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শাহ মোহাম্মদ জাকির হাসান এই রায় দেন।
রায় ঘোষণার সময় আসামি শ্যামল মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। শ্যামল মোল্লা আড়াইহাজারের বারোয়ানির মৃত আব্দুর রউফ মোল্লার ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুর রহিম জানান, ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। ২০১১ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের  বারোয়ানি এলাকায় এক ক্রিকেট টুর্নামেন্টে আউট হওয়া নিয়ে আনোয়ারের মাথায় আঘাত দিয়ে তাকে হত্যা করে শ্যামল। এই ঘটনায় মৃত্যু আনোয়ারের স্ত্রী হাওয়া বেগম একটি মামলা করেন।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)