চ্যালেঞ্জটা সবাই উপভোগ করেছে: সাকিব

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ১৮:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বকাপে সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৪ রানের ইনিংসকে জীবনের অন্যতম সেরা মনে করছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটারের সৌজন্যে টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় আসে অনায়াসে। সাকিবের ১২৪ রানের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি। তাঁকে দারুণভাবে সাহায্য করে লিটন দাস তোলেন ৬৯ বলে ৯৪। জুটিতে ওঠে ১৮৯ রান। যা বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ উইকেট জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ।

অভিনন্দনে আপ্লুত সাকিব বলেছেন, ‘অবশ্যই এটা আমার জীবনের অন্যতম সেরা ইনিংস। এটা বলছি কারণ যেভাবে রান তাড়া করেছি, যে গতিতে, তা সত্যিই তৃপ্তির।’

আরও যোগ করেছেন, ‘ইংনিসের কোথাও তাড়াহুড়ো করিনি। খারাপ বল মারিনি। একবারের জন্য ধৈর্য হারাইনি।’ বিশ্বকাপে এর আগে আয়ারল্যান্ডের ৩২৯ তাড়া করে জিতেছিল ইংল্যান্ড। এত বড় রান তাড়া করে কোনও দল জেতেনি। তবে কাছেই থাকবে সোমবার বাংলাদেশের ৩২১ তাড়া করে জয়। সবচেয়ে বড় কথা ৮.৩ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সাকিব আরও বলেছেন, ‘ওদের ইনিংস শেষ হওয়ার পরে আমাদের ড্রেসিংরুমে কেউ কিন্তু উদ্বিগ্ন ছিল না। কারও মনে হয়নি, বিরাট কিছু রান তাড়া করতে হবে। মোদ্দা কথা, কোনও চাপ ছিল না। চ্যালেঞ্জটা উপভোগই করছিল সবাই।’

সাকিব মনে করেন, সোমবারের এই জয়ে দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। ‘আমাদের ওপেনারেরা যেভাবে ইনিংসটা শুরু করেছিল তাতে শুরু থেকেই সবাই স্বস্তিতে ছিল। বলা যায় তাতে ড্রেসিংরুমে সবাই জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়।’

এই বিশ্বকাপে সাকিবের এটা দ্বিতীয় সেঞ্চুরি। সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রান করার নজির গড়লেন। সঙ্গে আন্দ্রে রাসেলদের বিরুদ্ধে জয়ের জন্য বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সাকিবের আশা, এবারের বিশ্বকাপে বাংলাদেশ আরও চমকপ্রদ কিছু করে দেখাতে পারে।

বলেছেন, ‘জানি না এই মুহূর্তে জীবনের সেরা ব্যাটিংটা করছি কি না। কিন্তু এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক এগোচ্ছে, বলে ভাল লাগছে। আশা করি, এভাবেই সবকিছু চলতে থাকবে।’

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)