বৃহস্পতিবার বাংলাদেশের সামনে শক্তিশালী অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ১৮:২৫

টানা দুই হার ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রেকর্ড জয়ের মাধ্যমে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশ। ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভালোভাবেই টিকিয়ে রেখেছে টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের সামনে এবার প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। নটিংহামের ট্রেন্ট ব্রিজে আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় অজিদের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার দল।

দুই দলেরই এটি ষষ্ঠ ম্যাচ। বাংলাদেশ এর আগে পাঁচ ম্যাচের মধ্যে দুইটিতে জিতেছে, দুইটিতে হেরেছে। বাকি একটি ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া তাদের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে। ভারতের বিপক্ষে হারলেও আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়েছে অজিরা।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে দুর্দান্ত জয় পেলেও পরের দুই ম্যাচে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। তারপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গেছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতে নিজেদের শক্তি জানান দিয়েছে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড ভালো নয় বাংলাদেশের। অজিদের বিপক্ষে এখন পর্যন্ত ২০টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র ওয়ানডে জয়টি এসেছিল ২০০৫ সালে। সেই জয়টি এসেছিল ইংল্যান্ডের মাটিতেই। কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই ম্যাচে খেলেছিলেন বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এবারের বিশ্বকাপে বাংলাদেশকে একাই টেনে নিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চার ম্যাচ খেলে দুইটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সাকিবই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। চার ম্যাচে ১২৮.০০ গড়ে তিনি করেছেন ৩৮৪ রান।

প্রথম তিন ম্যাচে বাংলাদেশ একই একাদশ নিয়ে খেলে। একাদশের বাইরে রাখা হয় লিটন দাস, সাব্বির রহমান, আবু জায়েদ রাহি ও রুবেল হোসেনকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাদশে ফেরানো হয় লিটন দাসকে। বাদ পড়েন অফ ফর্মে থাকা মোহাম্মদ মিথুন। একাদশে সুযোগ পেয়েই বিধ্বংসী ইনিংস খেলেছেন লিটন। বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে ৬৯ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ মুহূর্তে দলের কেউ ইনজুরিতে না পড়লে বৃহস্পতিবার একাদশে পরিবর্তন আনার কোনো সম্ভাবনা নেই।

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :