এখনো সেরা একাদশ খুঁজছে অস্ট্রেলিয়া

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ১৮:৪৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সহকারী কোচ ব্র্যাড হ্যাডিনের মতে চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখনো তাদের সেরা একাদশ ঠিক করতে পারেনি। টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এ পর্যন্ত চার জয় এবং ভারতের কাছে এক ম্যাচে পরাজয়ের পর পয়েন্ট তালিকায় বেশ শক্ত অবস্থানে আছে। তবে কয়েকটি জয় পুরোপুরি একক প্রাধান্য বিস্তার করে হয়নি মনে করা হচ্ছে। এ ছাড়া মার্কাস স্টয়নিস ইনজুরিতে থাকায় দলের ভারস্যাম্যও যথার্থ হয়নি মনে করা হচ্ছে।

হ্যাডিন বলেছেন, ‘আমরা এখনো সেরা একাদশ খুঁজে পাওয়ার চেষ্টা করছি। মার্কাস ইনজুরিতে পড়ায় এমনটা হয়েছে এবং একজন অলরাউন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবন করছি। যে আমাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে আমরা তেমন কিছু খোঁজার চেষ্টা করছি। টুর্নামেন্টের শেষ দিকে আসায় কোন কন্ডিশনের জন্য কোনটা ভাল হতে পারে এবং কোনটা আমাদের সেরা একাদশ তা বুঝতে শুরু করব।’

তবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জিততে বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন নন বলেও জানান হ্যাডিন। তিনি বলেন, ‘খেলোয়াড়রা সেটা বুঝতে পারছে এবং আমরা সেভাবেই তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি।’

মূলত বল টেম্পারিং কেলেঙ্কারির কারণে এ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে ফেরায় অস্ট্রেলিয়া দলের ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন আনতে হয়েছে।

অস্ট্রেলিয়া সাধারণত ওপেনিং ব্যাটসম্যান হিসেবে ডান-বাম কম্বিনেশনের উপর নির্ভর করে। তবে উসমান খাজা এক সময় ওপেন করলেও এখন তাকে নিচে ব্যাটিং করতে হচ্ছে এবং সেখানে তার সমস্যা হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট তার পারফরম্যান্সে সন্তুস্ট বলে জানান হ্যাডিন।

তবে ম্যাচে জয় পাওয়ায় এসব বিষয়ে মোটেই চিন্তিত নয় অস্ট্রেলিয়া। তবে টুর্নামেন্টের পরবর্তী ধাপ নিয়ে কিছুটা চিন্তা করতে হবে অস্ট্রেলিয়াকে।

হ্যাডিন বলেন, ‘এই মুহূর্তে আমরা যা করছি সেটা টুর্নামেন্টের জন্য সত্যিই ভালো কিছু। কিছু কিছু বিষয়ে সত্যিই ভালো কিছুর চিহ্ন পাচ্ছি।’

সব শেষে হ্যাডিন বলেন, ‘টুর্নামেন্টে সত্যিকারার্থেই এখন সত্যিই উত্তেজনাকর সময় চলছে। বড় বড় কিছু দলের বিপক্ষে রান পাচ্ছি যা থেকে বুঝতে পারছি আমরা প্রকৃত অর্থেই ভাল ক্রিকেট খেলছি। আমাদের বর্তমান অবস্থাটা বেশ ভাল। আশা করছি টুর্নামেন্টে যত বেশি সামনের দিকে এগিয়ে যাব, আমরা জানতে পারব কোনটা আমাদের সেরা একাদশ।’

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)