ভোরে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ১৯:০৪

কোপা আমেরিকায় প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে বিশ্রী হারের পরে লিওনেল মেসি এবং তাঁর দল আর্জেন্টিনাকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়ে গিয়েছে। গ্রুপ পর্বে মেসিদের পরের ম্যাচ প্যারাগুয়ের সঙ্গে। বৃহস্পতিবার ভোরে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়। সেই ম্যাচে নামার প্রশংসা-বিদ্রুপ দু’ই শুনতে হচ্ছে লিওনেল স্ক্যালোনির দলকে।

কলম্বিয়ার ফুটবলার রাদামেল ফ্যালকাও যেমন মেসির পাশে দাঁড়িয়েছেন, উল্টো দিকে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা বলে দিয়েছেন, ‘এরা আর্জেন্টিনা জার্সির মযার্দা বোঝে না। এরপর দেখব টোঙ্গার মতো দেশের কাছেও হারছি। জঘন্য খেলেছে দল।’

কিন্তু আর্জেন্টিনাকে দুই গোল দেওয়ার পর কলম্বিয়ার অন্যতম সেরা ফুটবলার রাদামেল ফ্যালকাও বলে দিয়েছেন, ‘আর্জেন্টিনা হারলেই মেসির দোষ হয়। ওর কাছে চাহিদার শেষ নেই। মেসি যদি একটা গোল করে, সবাই চায় ও দুই গোল করুক। যদি ফ্রি কিক থেকে গোল করে, বলা হয় বিপক্ষের দেওয়াল ঠিকঠাক ছিল না। দল হারলে কেন শুধু ওকেই দোষ দেওয়া হবে!’ আরও মন্তব্য, ‘মেসি এই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’

কোপায় প্রায় দু’দশক পর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। তাদের পরের রাউন্ডে যাওয়া বেশ কঠিন হয়ে গিয়েছে। প্যারাগুয়ের বিরুদ্ধে জিততে না পারলে সমস্যা আরও বাড়বে। কোপায় যে সব দেশ এবার ফেভারিট সেই ব্রাজিল, চিলি এবং উরুগুয়ে প্রথম ম্যাচে জিতেছে। এই অবস্থায় মেসিদের উপর চাপ আরও বাড়িয়েছেন ম্যারাডোনা। বলেছেন, ‘আমাদের ফুটবলের সৌন্দর্য্য পাসিং এবং শক্তির সংমিশ্রণ। সেটা দেখতেই পেলাম না প্রথম ম্যাচে। মেসিদের মনে রাখা উচিত পেরুতে আমাদের হার দেখার পর সমর্থকরা টিম বাস গুঁড়িয়ে দিয়েছিল।’

তবে ফ্যালকাও বলেছেন, ‘আমাদের সঙ্গে ম্যাচে ও হয়তো খুব কাছ থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেনি। কিন্তু প্যারাগুয়ের বিরুদ্ধে ও-ই গোল করেছে। এটাই মেসি। তবে আর্জেন্টিনার অন্যদেরও ভালো খেলতে হবে। না হলে ওদের পক্ষে লড়াই খুব কঠিন হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/১৯ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :