স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

প্রকাশ | ১৯ জুন ২০১৯, ২১:৫৬

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া মারুফ হাসানকে ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান এই আদেশ দেন। আসামি  মারুফ হাসান বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈড় গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে বাগাতিপাড়ার চন্দ্রখৈড় গ্রামের মারুফ হাসানের সাথে একই উপজেলার রামাগাড়ী গ্রামের ইসমত আরা ইমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।  এক পর্যায়ে ২০১৬ সালের  ৮ জুন মারুফ হাসান তার স্ত্রীকে গলা টিপে  হত্যা করে। হত্যার পরে মারুফ হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা ইনামুল হক বাদী হয়ে  মারুফ হাসানকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করে। দীর্ঘদিন মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আজ  (বুধবার) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মকবুল আহসান অভিযুক্ত মারুফ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)