বাল্যবিয়ের বরযাত্রী চার চেয়ারম্যানকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০১৯, ২২:৫৩

কুষ্টিয়ার উপজেলা চেয়ারম্যানের গাড়ি ব্যবহার করে বাল্যবিয়ে করতে এসে ফেঁসে গিয়ে ৪০ হাজার টাকা জরিমানা দিলেন চার ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় মেয়ের বাবা ও খালাত ভাইকে ১০ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার ঝাউদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইবি থানার ওসি রতন শেখ জানান, সকাল থেকেই খবর আসে ঝাউদিয়া এলাকার নিয়ামতের পীর বাড়ি এলাকায় সুমাইয়া নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের প্রস্তুতি চলছে। খবর পেয়ে সেখানে ছুটে যায়। মুহূর্তের মধ্যে সেখানে ভিআইপি স্টাইলে ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যানের গাড়ি নিয়ে চার ইউপি চেয়ারম্যানসহ হরিনাকুন্ডুর ফুলবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে বর রাসেলকে নিয়ে বরযাত্রীরা সেখানে উপস্থিত হন।

এসময় বরযাত্রী আসা হরিনাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীরের ব্যবহৃত গাড়ি নিয়ে ১নং ভায়না ইউনিয়নের চেয়ারম্যান সমির উদ্দিন, ৬ নং খলিসি ইউনিয়েনের চেয়ারম্যান খবির, ৮নং চাদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মস্তফা ও ৪নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী। তারা নানারকম প্রভাব খাটিয়ে এই বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করেন।

পরে সেখানে এক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই চার চেয়ারম্যানকে ১০ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া মেয়ের পিতা মিলন বিশ্বাস ও মেয়ের খালাতভাই মিনারুল হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন ১০ দিনে জেল দেন। সে সাথে পণ্ড করেন বাল্যবিয়ে।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :