নিখোঁজের ১১ দিন পর সোহেল তাজের ভাগ্নে উদ্ধার

প্রকাশ | ২০ জুন ২০১৯, ০৯:০১ | আপডেট: ২০ জুন ২০১৯, ১১:০৮

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে সৌরভকে উদ্ধার করেছে পুলিশ। বৃহ্স্পতিবার ভোরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা জানান সোহেল তাজ। লাইভে তিনি বলেন, সকাল ৫টা ২৭ মিনিটে তার মামাতো ফোন করে সৌরভকে উদ্ধার করার বিষয়টি তাকে জানান। এখন পুলিশি পাহারায় তাকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে বলে লাইভে জানান সোহেল তাজ।

এছাড়া তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমানও বিষয়টি জানান। তিনি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহ শেরপুর রুটের তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে থেকে সৌরভকে উদ্ধার করা হয়। কে বা কারা তাকে সেখানে ফেলে রেখে গেছে তা বলতে পারেননি তিনি। সৌরভ বর্তমানে সুস্থ আছেন।

সৌরভ জেলা পুলিশ সুপারের হেফাজতে আছেন। আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি মিজানুর।

গত ৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন আফমি প্লাজার সামনে থেকে সৌরভকে অপহরণ করে দুর্বৃত্তরা। সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা।

ঘটনায় পরদিন ১০ জুন পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন সৌরভের বাবা।

উল্লেখ্য, উদ্ধার হওয়া সৌরভ তানজিম আহমদ সোহেল তাজের মামাতো বোনের ছেলে।

ঢাকাটাইমস/২০জুন/এএ/এমআর