নারায়ণগঞ্জে গুলিতে ১৫ মামলার আসামি নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১০:১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিপু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ১৫ মামলার আসামি ও সন্ত্রাসী বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

বুধবার দিবাগত গভীর রাতে ফতুল্লার দাপা বালুর মাঠ এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা পুলিশের ডিআইও-২ সাজ্জাদ রুমন জানান, রাতে লিপুকে গ্রেপ্তারের পর মাদক ও অস্ত্র উদ্ধার করতে যায় গোয়েন্দা পুলিশ। ফতুল্লার দাপা বালুর মাঠের কাছে গেলে লিপুকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে তার সহযোগীরা। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে তারা। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে লিপুকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লিপুকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে পুলিশের পরিদর্শক এনামুল হক, এসআই কামরুল ইসলাম, কনস্টেবল নাদিম আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়।

নিহত লিপু উপজেলার পিলকুনি এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, নারী নির্যাতন, হত্যার চেষ্টা, ডাকাতিসহ মোট ১৫টি মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :