কুমিল্লায় গুলিতে ‘মাদক কারবারি’ নিহত

প্রকাশ | ২০ জুন ২০১৯, ১০:৩৮

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কুমিল্লায় পুুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তোফায়েল নামে ২৩ বছর বয়সী এক যুবক নিহত হয়েছে, যিনি মাদক কারবারি বলে ভাষ্য পুলিশের। এ সময় পুলিশের চার সদস্যও আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত তোফায়েল নগরীর দক্ষিণ চর্থা এলাকার নোমান ওরফে সবুজের ছেলে।

পুলিশ জানায়, ভোরে নগরীর রাজাপাড়া দক্ষিণ চৌমুহনী মোড়ে মাদক উদ্ধারে অভিযান চালাতে যায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। পুলিশকে দেখামাত্র মাদক কারবারি তোফায়েল ও তার সহযোগীরা হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক কারবারি তোফায়েল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, নিহত তোফায়েল পুলিশের তালিকাভূক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় ছয়টির বেশি মামলা রয়েছে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি সুইস গিয়ার ছুরি ও চার শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এমআর