‘এই সরকারের আমলে ধর্মের প্রচার বেড়েছে’

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১৬:৫১

কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান বলেছেন, ‘বর্তমান সরকারের আমলে ওয়াজ বেড়েছে, ধর্মের প্রচার বেড়েছে। ওয়াজ মাহফিলে ইমুশনাল হয়ে বক্তব্য দিতে যাবেন না। বঙ্গবন্ধু ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আমাদের নবী সা.কে অনেক নির্যাতন করা হয়েছে তবুও ধর্ম প্রচার থেকে সরে যাননি।’

বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক সন্ত্রাস জঙ্গিবাদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মতবিনিময় ও মাজার খানকাহর ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সদরের ইমাম, মুয়াজ্জিন, মাজার ও খানকার প্রতিনিধিরাসহ ইফার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মামুন আল মাসুদ বলেন, ‘ইসলামে মাদক সন্ত্রাস জঙ্গিবাদের ঠাঁই নেই। ইসলাম থেকে মুসলমানরা দূরে সরে যাওয়াতে আল্লাহবিমুখ হয়ে যাচ্ছে। দলে দলে মানুষ আজ বিভক্ত হয়ে যাচ্ছে। আল্লাহকে রাজি খুশি না করে মানুষকে রাজি খুশিতে ব্যস্ত হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘তাবলিগ ও পরিবারসহ সর্বক্ষেত্রেই বিভক্ত হচ্ছে। সবখানেই আজ বিভক্ত ছড়িয়ে যাচ্ছে। কাউকে খুশি করার জন্য এমন কিছু করতে নেই যা করার সঠিক ও বস্তুনিষ্ঠতার মাপকাঠিতে করবেন।’

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. খায়রুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক ইনচার্জ মুজিবুর রহমান, মাওলানা ইমরুল হাসান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা নুরুজ্জামান প্রমুখ।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদির মিয়া বলেন, ‘ধর্মপ্রিয় মানুষ কখনো অন্যায় অনাচার মাদকাসক্ত জঙ্গিবাদ এবং সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হতে পারে না। ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম ধর্মে অন্য ধর্মের বিষয়ে বাড়াবাড়ি পছন্দ করে না। মুসলমানদের থেকে অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকে। কোনো ধর্মেই মানুষ মেরে ফেলার কথা উল্লেখ নেই। সুন্দর সমাজ গঠনে উলামায়ে কেরামদের ভূমিকা রয়েছে। তাই শুক্রবার জুমার নামাজে আপনারা শনিবার দিন শিশুদেরকে ভিটামিন এ প্লাস খাওয়ানোর বিষয়ে বয়ান রাখবেন। দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করবেন।’

(ঢাকাটাইমস/২০জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :