গোপালগঞ্জ জেলা পরিষদের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
 | প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১৭:২৯

গোপালগঞ্জ জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট মিটিং হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক আগামী অর্থ বছরের জন্য ৩৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৮৭৫ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজওয়ান জোয়াদ্দার, জেলা পরিষদ সদস্যবৃন্দ। বাজেট মিটিংয়ে জেলা পরিষদের নিজস্ব জায়গায় মুকসুদপুরের বনগ্রাম বাজার, জেলা শহরের বেদগ্রামে মার্কেট নির্মাণ, আধুনিক অডিটরিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া জেলা শহরের পাঁচুড়িয়া এলাকায় আধুনিক ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়।

চলতি অর্থবছর থেকে প্রায় ৮ কোটি টাকা আগামী বাজেটে বেশি ধরা হয়েছে। এছাড়া আগামী অর্থ বছরে জেলা পরিষদের আয় বাড়ানোর জন্য নানা পরিকল্পনার কথা জানানো হয়।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :