টাক ঢাকা নায়কেরা

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১৮:০০

নায়ক মানেই আহামরি সুন্দর। তবে তারাও বুড়ো হয়। চুল পড়ে। চোয়াল ভাঙে। ভুঁড়ি বেরিয়ে যায়। তখন প্রসাধনীর আশ্রয় নেওয়ায় তাদের আসল রূপ দেখা যায় না। তাই মাথাভর্তি চুল দেখে অবাক হবেন না। বয়সবাড়ার সঙ্গে চুলের ঘনত্ব কমে গেলে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেন তারা। তবে টাক ছড়িয়ে যদি জনপ্রিয়তা কমে তবে তাই করা উচিত। এবার টাক ঢেকে রূপালি পর্দায় হাজির হওয়া নায়কদের কথা জেনে নেয়া যাক।

এক টেলিভিশন শোতে অমিতাভ বচ্চনের মাথার কিছু অংশ ফাঁকা দেখা যায়। নব্বুই দশকের শেষের দিকে এই ঘটনা ঘটে। তবে কিছুদিনের মধ্যেই বিগ বি’র ফাঁকা অংশ ভরে গিয়েছিল চুলে। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে টাক ঢেকেছিলেন তিনি।

হেয়ারস্টাইলের চমক মানেই সালমান খান। সৌন্দর্য সচেতন সালমানেরও চুলের ঘনত্ব কমে গিয়েছিল। তাই চারবার চুল প্রতিস্থাপন করিয়েছেন বলিউডের ভাইজান।

সুপুরুষ সঞ্জয় দত্ত নিজের লুক নিয়ে বরাবরই নানা পরীক্ষার মধ্যে ছিলেন। সঞ্জয় কাঁধ অবধি ভিন্ন রকম হেয়ারস্টাইলের জন্য জনপ্রিয় ছিলেন। পরে সামনের দিকে চুল কমতে থাকায় সময়মতো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়ে নিয়েছিলেন।

মার্শাল আর্ট হিরো অক্ষয় কুমারের টাক পড়ে যাওয়া ছবি আলোকচিত্রীদের ফ্রেমবন্দী হয়েছিলেন। চল্লিশেই চুল কমে যাওয়ায় হেয়ার ওয়েভিং করিয়েছিলেন তিনি। এখন মাথাভর্তি চুলের চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে হয় নিয়মিত।

কোঁকরানো চুলেই রূপালি জগতে গোবিন্দর সূচনা হলেও এখন চোখে পড়ে মাথাভর্তি সোজা চুল। ৮০ এবং ৯০ এর যুগের নাচ এবং কমেডির উত্তেজনায় ভরপুর গোবিন্দর চুল পাতলা হয়ে আসায় ২০১২ সালের দিকেই তিনিও চুল প্রতিস্থাপন করেছিলেন বলে গুজব রয়েছে।

বিবেক ওবেরয়ের চকচকে চুলের বাহার সম্ভব হয়ে চুলের প্রতিস্থাপনের চিকিৎসায়। অল্প বয়সেই টাক পড়ে যাওয়ায় দ্রুত নকল চুলে মাথা ঢাকেন।

কমেডি কিং কপিল শর্মার প্রথমদিকের চুলের স্টাইল আর এখনকার স্টাইলের দিকে নজর দিলেই বোঝা যায় তিনিও টাক ঢেকেছেন।

টাক ঢাকতে টুপিই ছিলো হিমেশ রেশমিয়ার একমাত্র ভরসা। পরে সুন্দর ও চকচকে চুল নিয়ে সুদর্শন হয়ে গেলেন তিনি। চুল প্রতিস্থাপন করেছিলেন হিমেশ।

চুল নিয়ে চুলচেরা বিশ্লেষণ যতই করি না কেন তা যদি সুদর্শন করে তবে টাক ঢেকেই পর্দায় আসা উচিত।

ঢাকাটাইমস/২০ জুন/টিএ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :