বাংলাদেশে ইয়ানমার কৃষি প্রযুক্তির উদ্বোধন

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১৮:৪২

এসিআই মোটরস জাপানের বিখ্যাত ইয়ানমার কো¤পানির সঙ্গে ২০১৮ সালে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। এ সমঝোতা চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠানই বাংলাদেশের কৃষি উন্নয়নে নতুন কলাকৌশল উদ্ভাবন ও উন্নয়নে এক সাথে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় ১৯ জুন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিআই মোটরস ও ইয়ানমার এগ্রোটেক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ইয়ানমার এগ্রোটেকের উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসিআই ও ইয়ানমারকে তাদের এই উদ্যোগের জন্য ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই আধুনিক যন্ত্রপাতি এদেশের কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বৃদ্ধিতে অবদান রাখবে।

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি ও ইয়ানমার অ্যাগ্রিবিজনেসের প্রেসিডেন্ট হিরোআকি কিতাওকা বিশেষ অতিথি হিসেবে তাদের বক্তব্য দেন।

এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম. আনিস উদ্ দৌলা, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এসিআই মোটরস-এর ব্যবস্থাপনা পরিচালক ড. ফা হ আনসারী ও নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ইয়ানমার এগ্রো ও এসিআই মোটরস-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বাংলাদেশে বিক্রি করা ইয়ানমার হারভেস্টার ও ট্রান্সপ্লান্টারের ক্রেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জমি ও ফসল উপযোগী অত্যাধুনিক সেন্সরবিশিষ্ট ‘ইয়ানমার’ কম্বাইন হারভেস্টারে কাঁদা ও শুয়ে পড়া জমির ধান/গম কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যায় এবং প্রতি একরে জ্বালানি খরচ হয় মাত্র ৭-৮ লিটার ডিজেল। এতে খরচ বাঁচে ৬১% ও শ্রম বাঁচে ৭০% ।

এছাড়াও ইয়ানমার রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে এক ঘণ্টায় ৫০ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করা যায় এবং এতে জ্বালানি খরচ হয় পাঁচ লিটার ডিজেল। এতে খরচ বাঁচে ৩৭% ও শ্রম বাঁচে ৮০% ।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :