দর্শনায় ৪৬ লাখ টাকার স্বর্ণসহ দুইজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৯, ১৯:১৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট থেকে চারটি স্বর্ণের শিকলসহ দুইজনকে আটক করেছে বিজিবি টহল দল। স্বর্ণের দাম প্রায় ৪৬ লাখ টাকা। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সৈয়দ রুমান ও মেসরিন। রুমান বরিশাল জেলার বানিরীপাড়া উপজেলার দড়িকর গ্রামের বাসিন্দা এবং মেসরিন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জিদপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, দর্শনা আইসিপি টহল দলের হাবিলদার জাহাঙ্গীর হোসেন ফোর্সসহ জেলার দামুড়হুদা থানার অন্তর্গত আইসিপি চেকপোস্ট হতে রুমান ও মেসরিনকে আটক করে। তাদের কাছ থেকে ১ কেজি ২৪ গ্রাম (১০৫ ভরি) ওজনের ৪টি স্বর্ণের শিকল আটক করতে সক্ষম হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২০ হাজার টাকা। জব্দ স্বর্ণের শিকল চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। আসামিদের দামুড়হুদা থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :