যশোরে ট্রেনের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু

প্রকাশ | ২০ জুন ২০১৯, ১৯:৫৬

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরে ট্রেনের ধাক্কায়  সানজিদা সেতু টুম্মা নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। শহরের পালবাড়ি মোড়ের বাঙালিপাড়ায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টুম্পা যশোর শহরের চোরমারা দীঘিরপাড়া এলাকায় গ্রীনলাইন পরিবহনের চালক সিরাজুল ইসলাম বাবুর মেয়ে। তিনি সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

নিহতের স্বজন রফিকুল ইসলাম জানান, টুম্পা ও তার মা প্রতিদিন ভোরে হাঁটতে বের হয়। ভোরে তার মা বের না হলেও টুম্পা হাঁটতে বের হয়। সকাল ৬টার দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পালবাড়ি বাঙালিপাড়ায় পৌঁছুলে খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ‘টুম্পা মোবাইল ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। এসময় ট্রেনের ধাক্কায় সে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে বিকালে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)