মাদ্রিদে ঈদ পুনর্মিলনী

প্রকাশ | ২০ জুন ২০১৯, ২২:৫১

স্পেন প্রতিনিধি, ঢাকাটাইমস

মাদ্রিদ কমিউনিটি ও সাংবাদিকদের সম্মানে ঈদ পুনর্মিলনী এবং প্রীতিভোজের আয়োজন করেছেন রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা একরামুজ্জামান কিরণ। বুধবার লাভা পিয়াসের মাইশা রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও রাজনীতির এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী আয়োজন সকল পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্পেনের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান, আল মামুন, এএসআই রবিন, বাংলাদেশ প্রেসক্লাবের স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম, জাকির হোসেন, রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম সেলিম ও আব্দুর রহমান, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশনের সদস্য সচিব দুলাল সাফা, যুগ্ম সচিব দবির তালুকদার, সিলেট অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক ইসলাম উদ্দিন, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইনসাফ সুমন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, বৃহত্তর ফরিদপুর সমিতির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, সায়েম সরকার, আব্দুল্লাহ আল মামুন, মাইনউদ্দিন, এফএম ফারুক পাবেল, রফিক খান, নূর মোহাম্মদ রিপন, জাকিরুল ইসলাম জাকির, আবু বক্কর, আমিনুল ইসলাম, আব্দুর রহমান, হাসান তারেক, বুলবুল আহমেদ হিমেল, আহমেদ মনির হোসেন, ফতেহ আহমেদ, জাকির হোসেন, ইয়াকুব হিরন, মোহাম্মদ মুরাদ প্রমুখ।

আয়োজক নারায়ণগঞ্জ-এর কৃতিসন্তান রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা   একরামুজ্জামান কিরণ বলেন, ‘প্রবাস জীবনে একটি সুন্দর সমাজ বিনির্মাণে  কমিউনিটিতে রাজনীতিবিদ, সাংবাদিক একযোগে কমিউনিটির নেতাদের নিয়ে  একসাথে কাজ করলে আলোকিত করা সম্ভব।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের অভ্যর্থনা জানান বুলবুল আহমেদ।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)