ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ০১:১৪

এই বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রান করে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। কারণ সেটিই ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের স্কোর। বৃহস্পতিবার এই বিশ্বকাপ মঞ্চেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিং লাইন-আপের বিপক্ষে সেই ৩৩০ রান ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ল মাশরাফি বিন মর্তুজার দল। নটিংহামশায়ারে এদিন অস্ট্রেলিয়ার দেয়া ৩৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটে এটিই এখন বাংলাদেশের সেরা ইনিংস।

যদিও রেকর্ড গড়ার দিন ৪৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফি বিন মর্তুজাদের। লক্ষ্যমাত্রা একটু বেশিই ছিল। কারণ ওয়ানডে ক্রিকেটে ৩৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জেতাটা যেকোনো দলের পক্ষে কঠিন। তারপরও বাংলাদেশ যে ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করেছে তা বাহবা পাওয়ার যোগ্য। ছয় ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। আর ৬ ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আজ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। ৯৭ বলে ৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ১০২ রান করে অপরাজিত থাকেন তিনি। বিশ্বকাপ ক্রিকেটে মুশফিকের এটি প্রথম সেঞ্চুরি। আর ওয়ানডেতে এটি তার সপ্তম সেঞ্চুরি। এবারের বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়রা তিনটি সেঞ্চুরি করলেন। মুশফিকের আগে সাকিব ২টি সেঞ্চুরি করেছেন। এই প্রথমবার বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশি খেলোয়াড়রা ৩টি সেঞ্চুরি করলেন। এর আগে ২০১৫ বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিক ছাড়া অন্যদের মধ্যে ৫০ বলে ৫টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৬৯ রান করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬২ রান করেছেন ওপেনার তামিম ইকবাল। সাকিব আল হাসান করেছেন ৪১ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২টি, নাথান কুল্টার নাইল ২টি, মার্কাস স্টয়নিস ২টি ও অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট শিকার করেন।

(ঢাকাটাইমস/২১ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :