ফরিদপুরে সড়কে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

প্রকাশ | ২১ জুন ২০১৯, ১৬:২৫ | আপডেট: ২১ জুন ২০১৯, ২২:৩০

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কোমরপুর সেনাক্যাম্পের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। তারা সবাই ঢাকা থেকে আলফাডাঙ্গায় যাচ্ছিলেন।

শুক্রবার দুপুরের এই দুর্ঘটনায় নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামের আসলাম মোল্লা (৫০), তার মা মহিরন নেছা (৬৮), এবং বোন আসিয়া বেগম (৪৭)। নিহত আসলাম মোল্লা ঢাকার গ্রামীণ জুয়েলার্সের অংশীদার।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে আলফাডাঙ্গাগামী একটি মাইক্রোবাস ফরিদপুর শহরতলীর কোমরপুর এলাকার সেনাক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত এবং সাতজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের ফরিদপুর ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি এফএম নাছিম ঢাকাটাইমসকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনা সদস্যদের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

(ঢাকাটাইমস/২১জুন/জেবি)