পাখির বাসা তৈরিতে ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র উদ্যোগ

প্রকাশ | ২১ জুন ২০১৯, ১৭:৪৭

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশ কিছুদিন ধরে চলনবিলাঞ্চলে প্রখর তাপদাহ শুরু হয়েছে। এতে মানুষের পাশাপাশি পশুপাখির জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। তাই পাখির জীবন বাঁচাতে গাছে গাছে হাড়ি বেঁধে বাসা তৈরি ও বৃক্ষরোপনে উদ্যোগী হয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি’র সদস্যরা।

শুক্রবার সিংড়ার চলনবিল গেট এলাকায় বৃক্ষ রোপন ও গাছে হাড়ি বেঁধে পাখিদের নিরাপদ আবাস্থল গড়ে দেন শিশু সদস্যরা।

তারা আম, জাম, নিম, চন্দন, কাঠবাদাম, মেহগনিসহ বিভিন্ন জাতের শতাধিক বৃক্ষ রোপন করেন।

এসময় ছিলেন- চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, পরিবেশকর্মী শারফুল ইসলাম খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমজাদ হোসেন, মানবাধিকার কর্মী তাইফুর রহমান, একতা উত্তরণ সংঘ ও গণগ্রন্থাকারের সভাপতি সাকিবুল হাসান, কমিটির শিশু সদস্য আমাতুন জান্নাত রিদা, সাইফুননেছা সাফা, কাওছার আহমেদ প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং পাখিদের বাঁচাতে উদ্যোগ নিয়েছে সংগঠনটি।’

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)