চাঁপাইনবাবগঞ্জে ইভটিজিংয়ের দায়ে তিন যুবকের সাজা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ১৯:১৪

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুইটি ইভটিজিংয়ের অপরাধে একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইজনকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন এ রায় দেন। আসামিরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন গ্রামের বাসিন্দা সোহাগ আলী, চরমহনপুর এলাকার বাসিন্দা রনি আলী ও রায়হান আলী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আলমগীর হোসেন জানান, সরজন এলাকার এক স্কুল ছাত্রীর পরিবারের অভিযোগ ও সাক্ষীদের উপস্থিতিতে অভিযুক্ত সোহাগকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রনি ও রায়হান সদর উপজেলার চরমহনপুর এলাকায় এক মেয়েকে ইভটিজিং করে আসছে সন্দেহ করে অভিযোগ করলে তাদের প্রত্যেক দুই হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২১জুন/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :