মাদারীপুরে যুবলীগ নেতা হত্যায় আসামি ১৪

মাদারীপুর প্রতিনিধি
ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৯, ২০:১৫ | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ২০:১২

মাদারীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবলীগ নেতা এরশাদ মুনশিকে কুপিয়ে হত্যায় ঘটনায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে। এতে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থক জসিম গৌড়াকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার রাতে নিহতরে মা ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহার ও নিহত পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শহরের সতীনাথ সড়কের লঞ্চঘাট এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় দিয়ে হাটছিল এরশাদ। এ সময় তাকে একা পেয়ে যুবলীগ কর্মী জসিম গৌড়া ও তার লোকজন নিয়ে এরশাদকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় এরশাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা এরশাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল হক সরদার বলেন, ‘যুবলীগ কর্মী জসিম গৌড়াকে প্রধান আসামি করে ১৪ নামে একটি হত্যা মামলা করেছে।

ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন আসামিরা। তবে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

ঢাকাটাইমস/২১জুন/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :