পাঁচ দিনেও উদ্ধার হয়নি মাদ্রাসাছাত্র মেহেদী

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ২০:১৬

নিখোঁজের পাঁচ দিনেও উদ্ধার হয়নি ঠাকুরগাঁও সদর উপজেলার ছেপড়ীকুড়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মেহেদী হাসান। ছেলেকে হারিয়ে পুলিশের স্মরণাপন্ন হয়েছেন মা। মোলানী এলাকার দিনমজুর মামুনুর রশিদ ও মেহেরুন বেগমের একমাত্র ছেলে মেহেদী হাসান।

নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ১৯ জুন মেহেদীর মা মেহেরুন সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

লিখিত অভিযোগে জানা গেছে, ১২ জুন মেহেদী হাসান সদর উপজেলার মাদারগঞ্জ এলাকায় তার খালার বাড়িতে খেতে যায়। ১৬ জুন বিকালে বাড়ির উদ্দেশ্যে বের হয় মেহেদী। কিন্তু এখন পর্যন্ত সে তার বাড়িতে পৌঁছায়নি। ১৮ জুন দুপুরে মেহেদী ফুপাতো ভাইয়ের মোবাইল ফোনে কল দিয়ে বলে ভাই আমি খুব বিপদে আছি। আমাকে অপরিচিত এক লোক তুলে নিয়ে যাচ্ছে। এই নম্বরটি তার যে আমাকে তুলে এনেছে। সে ঘুমিয়ে থাকায় লুকিয়ে তার মোবাইল থেকে কল দিয়েছি। এরপর থেকে মেহেদীর পরিবারের লোকজন ওই নম্বরে বারবার কল দিয়ে কথা বললেও কোন ঠিকানা বা মেহেদীর সাথে কথা বলতে পারেনি।

মেহেদীর মা বলেন, ‘স্বামী ঢাকায় কাজ করেন। একমাত্র ছেলেকে নিয়ে গ্রামে থাকি। কেউ আমার ছেলেকে গুম করেছে। ছেলেকে না পেলে আমি বাঁচব না। ছেলেকে ফেরত পেতে প্রশাসনসহ সকলের সুদৃষ্টি কামনা করছি।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘নিখোঁজ মেহেদী হাসানের মায়ের সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছেলেটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :