চট্টগ্রামে দিনদুপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ভাই নিহত

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুন ২০১৯, ২০:৪৯ | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ২০:২১
ফাইল ছবি

সাধারণ কথিত বন্দুকযুদ্ধের ঘটনা রাতে ঘটলেও এবার দিনেই ঘটেছে। চট্টগ্রামের বাঁশখালীতে দিনদুপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সাগরে মাছ ধরার নৌযানে ডাকাতি করত বলে দাবি করেছে র‌্যাব।

শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলার সরল ইউনিয়নের দক্ষিণ সরল গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন জাফর আহমেদ ওরফে জাফর মেম্বার ও তার ছোট ভাই খলিল আহমেদ।

র‌্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান জানান, জাফর মেম্বার সহযোগীদের নিয়ে শুক্রবার দক্ষিণ সরল গ্রামে অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি টিম তাদের ধরার জন্য সেখানে যায়। এ সময় জাফর ও তার সহযোগীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও তাদের ধরতে পাল্টা গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে জাফর ও খলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় বাকি সহযোগীরা পালিয়ে যায়।

(ঢাকাটাইমস/২১জুন/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :