‘নারী উত্ত্যক্তকারী’ স্কুলশিক্ষক গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ জুন ২০১৯, ২১:৩০

নড়াইলের বিভিন্ন সড়কে মোটরসাইকেল চালিয়ে নারীদের উত্ত্যক্ত করার অভিযোগে স্কুলশিক্ষক এসএম মাহমুদ হাসান সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজীব নড়াইল সদর উপজেলার বেতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার বলেন, সজীব মোটরসাইকেল চালিয়ে নড়াইল শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মেয়েদের উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। শুধু তাই নয়, স্বর্ণালংকার ছিনতাই করে বেড়াত এমন অভিযোগও আছে সজীবের বিরুদ্ধে। এসব ঘটনায় ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়রি করেন। শহরের বিভিন্ন পয়েন্টে বসানো সিসি ক্যামেরায় তাকে ধারণ করা গেলেও মুখ ঢেকে রাখায় সজীবকে সনাক্ত করা যাচ্ছিল না। হেলমেট পড়া ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে শহরে বিভিন্ন এলাকায় বিতরণ করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে বিভিন্ন ধরনের কলাকৌশল প্রয়োগ করে বৃহস্পতিবার রাতে তাদের বাড়ি থেকে সজীবকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। উত্ত্যক্তকরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার হওয়া মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :