প্রাথমিকে শিক্ষক নিয়োগ

পরীক্ষায় অসদুপায়ের দায়ে কুড়িগ্রামে ৬ পরীক্ষার্থীর কারাদণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুন ২০১৯, ০৯:১৮

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুড়িগ্রামে ছয় পরীক্ষার্থীকে এক মাসের করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে কারাদণ্ডের পর তাদের কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত পরীক্ষার্থীরা হলেন, কুড়িগ্রাম শহরের নিমবাগান এলাকার বাসিন্দা আতিকা তাসমিন, সদর উপজেলার কাঁঠালবাড়ী শিবরাম এলাকার নওরিন আক্তার, ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের গোলাম মোস্তফা, একই উপজেলার আনিছুর রহমান, মকবুল হোসেন ও শাহিনা খাতুন।

কারাগার সূত্র জানায়, শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ছয় পরীক্ষার্থী সঙ্গে মোবাইল ফোন রাখাসহ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক মাস করে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায়।

কুড়িগ্রাম জেলা কারাগারের জেলার মো. লুৎফর রহমান জানান, শুক্রবার বিকালে ছয় পরীক্ষার্থীকে হাজতে পাঠানো হয়। তাদের প্রত্যেককে এক মাস করে করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/২২জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :