কিশোরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা বিষয়ে সেমিনার

প্রকাশ | ২২ জুন ২০১৯, ১৮:৪৫

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

"জেনে শুনে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (প্রশাসন ও ট্রেনিং) এর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান।

এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্র ধর।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, কিশোরগঞ্জ টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী হারুন আল মামুন, সহকারী পরিচালক আলী আকবর, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আউনুদ্দীন ওয়াহাব প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২২জুন/ইএস