টুঙ্গিপাড়ার পাটগাতী বাজারে মার্সেলের এক্সক্লুসিভ শোরুম

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২২ জুন ২০১৯, ১৯:১১

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় পাটগাতী বাজারে চালু হলো জনপ্রিয় দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ শোরুম ‘শিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স’। এই অঞ্চলের গ্রাহকরা এখন হাতের কাছেই পাবেন ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস। সাশ্রয়ী দামে কিনতে পারবেন আন্তর্জাতিক মানসম্পন্ন সর্বাধুনিক প্রযুক্তির ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি ও স্মার্ট টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, জেনারেটর, ফ্যানসহ অসংখ্য ধরণের ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সেস।

শুক্রবার জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে এক্সক্লুসিভ শোরুমটি উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।

সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর ও হেড অব সেলস ড. মো. সাখাওয়াৎ হোসেন, সিনিয়র ডেপুটি ডিরেক্টর রবিউল হাসান সুমন, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, পৌরসভা মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, স্থানীয় বেসিক ব্যাংক শাখার ম্যানেজার ওয়াহিদুজ্জামান, ‘শিহাব ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স’ এর সত্ত্বাধিকারী কেএম শিহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান বলেন, মার্সেল বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ব্র্যান্ডের মধ্যে অন্যতম। সর্বাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য, আর্কষণীয় ও বৈচিত্র্যময় ডিজাইন, সাশ্রয়ী মূল্য, সহজ কিস্তি সুবিধা, আইএসও স্ট্যান্ডার্ড দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা, দেশব্যাপী বিস্তৃত সেলস ও সার্ভিস নেটওয়ার্ক থাকায় অতি দ্রুত গ্রাহকপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে মার্সেল ব্র্যান্ডের পণ্যসামগ্রী।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :