৩২ বছর পর বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০১৯, ০০:৩০

ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ভারতীয় পেসার চেতন শর্মা। সেটি হয়েছিল ১৯৮৭ সালে। চেতন শর্মা হ্যাটট্রিক করার দীর্ঘ ৩২ বছর পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ মঞ্চে হ্যাটট্রিক করলেন পেসার মোহাম্মদ শামি। শনিবার ইংল্যান্ড বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক করেন তিনি। এবারের বিশ্বকাপে এটি প্রথম হ্যাটট্রিক। আর সবমিলিয়ে দশম।

তখনো জয়ের ভালো সম্ভাবনা আফগানিস্তানের। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ১৬ রান। স্ট্রাইক প্রান্তে ইন-অর্ম ব্যাটসম্যান মোহাম্মদ নবী। অপর প্রান্তে ইকরাম আলী খিল। বোলিংয়ে মোহাম্মদ শামি। প্রথম বলেই লং-অন দিয়ে চার মেরে দেন নবী। দ্বিতীয় বলটি ডট হয়।

কিন্তু তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে লং-অনে পান্ডিয়ার হাতে ক্যাচ হন নবী। চতুর্থ বলে আফতাব আলমকে বোল্ড করেন শামি। পঞ্চম বলে মুজিব উর রহমানকে বোল্ড করে হ্যাটট্রিক করেন তিনি। সেই সাথে ১১ রানে জয় নিশ্চিত হয় ভারতের। আর রূপকথার গল্প লেখার কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয় আফগানদের। এদিন সাউদাম্পটনে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দেয়া ২২৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২১৩ রানে অলআউট হয় আফগানিস্তান।

বিশ্বকাপে হ্যাটট্রিকের তালিকা

১. চেতন শর্মা (ভারত)-১৯৮৭

২. সাকলাইন মুশতাক (পাকিস্তান)-১৯৯৯

৩. চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)-২০০৩

৪. ব্রেট লি (অস্ট্রেলিয়া)-২০০৩

৫. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)-২০০৭ (৪ বলে ৪ উইকেট)

৬. কেমার রোচ (ওয়েস্ট ইন্ডিজ): ২০১১

৭. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): ২০১১

৮. স্টিভেন ফিন (ইংল্যান্ড): ২০১৫

৯. জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা): ২০১৫

১০. মোহাম্মদ শামি (ভারত): ২০১৯

(ঢাকাটাইমস/২৩ জুন/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বাংলাদেশের নতুন স্পিন কোচ কিংবদন্তি মুশতাক আহমেদ

পেনাল্টি নিতে খেলোয়াড়দের ধাক্কাধাক্কি, কড়া হুঁশিয়ারি কোচ পচেত্তিনোর

উইজডেনের বর্ষসেরার তালিকায় অস্ট্রেলিয়ার তিন ও ইংল্যান্ডের দুইজন

সার্বিয়ান ওপেনে ইরানি নারী তায়কোয়ান্দোদের ২ পদক

এগিয়ে থাকলেও পিএসজিকে সমীহ করছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ

অবসর ভেঙে তামিম ও মুশফিককে টি-টোয়েন্টি দলে ফেরানোর ব্যাপারে যা বললেন শান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশা না রাখার অনুরোধ শান্তর!

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার’ কামিন্স ও ব্রান্ট

বেঙ্গালুরুর একাদশে না থাকার রহস্য ভাঙলেন ম্যাক্সওয়েল

তাসকিনের বিশ্রাম ও আইপিএল খেলতে না দেওয়া নিয়ে যা বলছে বিসিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :