জামালপুরে রেলপথে আলাদা দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রকাশ | ২৩ জুন ২০১৯, ২১:০৪

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেনে কাটা পড়ে, ট্রেনের ধাক্কা এবং ছাদ থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার এ লাইনের পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত জানান, সকালে জামালপুর-ময়মনসিংহ লাইনের ভুগলী এলাকায় ৩৭২নং পিলারের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক মারা গেছে। কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি।

দুপুরে একই লাইনের নরুন্দি রেল স্টেশনের হোম সিগন্যালের কাছে রেলক্রসিং পারাপারের সময় আন্তঃনগর ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান মারা গেছেন।

নিহত আব্দুর রহমান সদরের নরুন্দি বিলপাড়া গ্রামের মো. ওবুলার পুত্র।

দুপুরে ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ লাইনের জামালপুরের ঝিনাই ব্রিজে কমিউটার-২ ট্রেনের ছাদ থেকে পড়ে ফুল মাহমুদ নামে এক গার্মেন্টস কর্মী মারা গেছেন।

নিহত ফুল মাহমুদ মেলান্দহ উপজেলার নাংলার গোবিন্দপুর গ্রামের ফরিদ শেখের পুত্র। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বাড়ি থেকে কর্মস্থলে ফেরার সময় তিনি মারা যান। জিআরপি পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)