ইবিতে শাপলা ফোরামের নির্বাচন ২৯ জুন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০১৯, ২১:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২৯ জুন অনুষ্ঠিত হবে।

রবিবার মনোনয়নপত্র গ্রহণ শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুল মুঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র মতে, গত ১৮ জুন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ১৯ জুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের কাছ থেকে ২২ জুন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ শুরু করেন। রবিবার নির্বাচন কমিশনের কাছে তা জমা দেন।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিক পর্যায়ে ১৫ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিতদের মধ্যে থেকে ১৫ সদস্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আব্দুল মুঈদ বলেন, নির্বাচনে ১৫ সদস্য পদের বিপরীতে ২৯ জন শিক্ষক মনোনয়ন জমা দিয়েছেন। আগামী ২৯ জুন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের ২য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু হবে।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :