ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনা চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ০৮:৫৮

ইরানের সঙ্গে ‘কোনো পূর্বশর্ত ছাড়াই’ যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রবিবার রাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করার আগে বিমানবন্দরে সাংবাদিকদের পম্পেও বলেন, ‘আমরা ইরানের সঙ্গে কোনো পূর্বশর্ত ছাড়া আলোচনায় বসতে প্রস্তুত এবং তারা জানে আমাদেরকে কোথায় পাওয়া যাবে’।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, তার প্রশাসন ইরানের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে চায়। এ নিয়ে ট্রাম্প ও পম্পেও গত কয়েক মাসে অসংখ্যবার ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেন।

সম্প্রতি মার্কিন গোয়েন্দা ড্রোন ধ্বংস করেছে ইরান। এ নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছে। সংকট বাড়িয়ে রবিবার ইরানের ক্ষেপনাস্ত্র ব্যবস্থায় সাইবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে আপাতদৃষ্টিতে যুদ্ধ এড়ানো সম্ভব হলেও পুনরায় এমন অবস্থায় যেকোনো সময় ফিরে আসতে পারে।

তবে দুই দেশকে কোনো ধরনের যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র ও সংস্থাগুলো। তারা দুই দেশকে সতর্ক করে দিয়ে বলেছে, এই যুদ্ধ শুরু হলে এর পরিণতি কেউ ধারণাও করতে পারবে না। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানকে চাপে রাখার জন্য যুক্তরাষ্ট্রে বেপরোয়া আচরণ করলেও তারা কখনো যুদ্ধে জড়াবে না।

ঢাকা টাইমস/২৪জুন/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :