সুবর্ণচরে গুলিতে ‘দস্যু প্রধান’ নিহত

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জুন ২০১৯, ১৪:১২ | প্রকাশিত : ২৪ জুন ২০১৯, ১০:৪৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফকির বাতাইন্যা (৪২) নামে এক দস্যু প্রধান নিহত হয়েছেন। এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

সোমবার ভোর ৪টার দিকে পশ্চিম চরজব্বার কাঞ্চন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফকির বাতাইন্যা লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার টুমচরের মোস্তফা বাতাইন্যার ছেলে। তিনি ফকির বাহিনীর প্রধান ছিলেন বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিদর্শক সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সুবর্ণচর উপজেলার কাঞ্চন বাজারের পাশে জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যাকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে অভিযান চালায়। র‌্যাব সদস্যরা বাড়িতে প্রবেশ করছে টের পেয়ে ফকির বাতাইন্যার লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। উভয়পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় র‌্যাবের দুই সদস্যের গায়ে বুলেট প্রুপ জ্যাকেট থাকার পরও তারা আহত হন।

র‌্যাব আরও জানায়, গোলাগুলির পর ফকিরের ঘরে তল্লাশি চালালে গুলিবিদ্ধি অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে র‌্যাব।

নিহত ফকির বাতাইন্যার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতির ঘটনায় নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ঢাকাটাইমস/২৪জুন/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :