পানিশূন্য হয়ে যাচ্ছে চেন্নাই

প্রকাশ | ২৪ জুন ২০১৯, ১৩:৫৭ | আপডেট: ২৪ জুন ২০১৯, ১৫:০৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই মিঠা পানিশূন্য হয়ে পড়ছে। ৫০ লাখ মানুষের বসবাস চেন্নাইয়ে। সম্প্রতি স্যাটেলাইট থেকে তোলা ছবিতে চেন্নাইয়ের জলাধরগুলোর ভয়ানক চিত্র দেখা গেছে। সেগুলো বেশিরভাগই প্রায় শুকিয়ে গেছে।

গত ১৫ জন স্যাটেলাইট থেকে নেওয়া একটা ছবিতে দেখা গেছে, শহরের সবচেয়ে বড় জলাধার লেক পুঝাল পানিশূন্য হয়ে যাচ্ছে। গত বছরের একই সময়ের চিত্রতে দেখা গেছে সেখানে প্রচুর পানি ছিল কিন্তু এক বছরের ব্যবধানে তা মারাত্মক রূপ নিয়েছে।

শহরের পানির সবচেয়ে বড় যোগানদাতা লেক পুঝালের এমন অবস্থার পাশাপাশি ছেমবারামবাক্কাম লেকের পানিও শুকাতে শুরু করেছে।  ভারত মহাসাগর উপকূলের শুষ্ক শহর। এতদিনে ওই অঞ্চলে বর্ষা শুরু হওয়ার সময় হলেও তা হয়নি।

চেন্নাই শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র এবং সাংস্কৃতিক ঐতিহ্য ও মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। ভারতের মোটরগাড়ি শিল্পের রাজধানী বলা হয় এই শহরকে। এখানে ভারতের মোটরগাড়ি শিল্পের প্রায় চল্লিশ শতাংশ কোম্পানির ভিত্তি রয়েছে। ভারতে উৎপাদিত গাড়ির একটি প্রধান অংশ এখানে তৈরি হয়।

ঢাকা টাইমস/২৪জুন/একে